ঘোড়াঘাটে ২টি গরু চুরি

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০২:৫২ পিএম
ঘোড়াঘাটে ২টি গরু চুরি

ঘোড়াঘাট পৌর সদরের নুরজাহানপুর কলোনীর আবু বককর সিদ্দিক নামের ্এক ব্যাক্তির বাড়ী থেকে ২টা গাভি চুরি করে দুবৃত্তরা। চুরি হওয়া গরু ২টির মুল্য ২লক্ষ ৮০হাজার টাকা হবে বলে গরুর মালিক জানান। রবিবার দিবাগত রাত ৩টার পরে  চোরেরা বাড়ীর মেইন গেটের তালা ও ছিটকিনি কেটে বাড়ীর ভিতর প্রবেশ করে গোয়ালে রক্ষিত গাভি ২টি মিনি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। গরুর মালিক ঘোড়াঘাট থানায় ফোন করে জানালে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সরজমিনে গিয়ে দেখা যায়,গৃহস্থ্য আবু বককরের স্ত্রী রাবেয়া বেগম গরু ২টির জন্য বিলাপ করছে। তিনি জানান,গরু লালন-পালন করেই তিনি ছেলে মেয়েদের লেখাপাড়া ও  সংসারের যাবতীয় ব্যায় করেন। এব্যাপারে ঘোড়াঘাট থানা অফিসার ইনর্চাজ (ওসি) নাজমুল হক গরু চুরির বিষয়টি নিশ্চিত করেন।