কচুয়ায় জমি দখল ও চাঁদার দাবিতে মামলা, আটক ১

এফএনএস (আয়শা সিদ্দিকা; কচুয়া, বাগেরহাট) :) | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৫:৫৬ পিএম
কচুয়ায়  জমি দখল ও চাঁদার দাবিতে মামলা, আটক ১

‎কচুয়ায়  জমি দখল ও চাঁদার দাবিতে থানায় মামলা,  আটক ১। গতকাল  গভীর রাতে আনুমানিক  ২ টা ৩০  মিনিটে এজাহারনামিও আসামী আলতাফ শেখ (৫০)নামক  ব্যক্তিকে  গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। 

‎পুলিশ সুত্রে  জানা যায় যে,  গত ২৭ জুলাই  একই গ্রামের ১ নং বিবাদী নিজাম উদ্দিন শেখ (৭০), ২নং বিবাদী সোহাগ শেখ (৩৫) ,ও ৩ নং বিবাদী  আলতাফ শেখ (৫০) সহ ১৫/২০ জন দুর্বৃত্ত,কচুয়া উপজেলা গজালিয়া ইউনিয়নের জোবাই  গ্রামের  আব্দুল লতিফ শেখের বাড়ি গিয়ে  ৫০ হাজার  টাকা চাঁদা দাবি করে, চাঁদা না দেওয়ার কারণে তার জমি দখল করে এবং প্রাণনাশের হুমকি দেয়। 

এঘটনায়‎ গত ২৮ জুলাই   কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের জোবাই গ্রামের মোঃ আব্দুল লতিফ শেখ বাদী হয়ে কচুয়া থানায় জমি দখল,চাঁদা বাজী ও জীবননাশের হুমকি উল্লেখ করে  ১ টি মামলা করেন।   মামলা  নং ০৪, জিআর নং৬৬, পেনাল কোড১৮৬০ সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। আটক কৃত আসামী আলতাফ শেখ এর বিরুদ্ধে কচুয়া থানা সহ বাগেরহাট জেলার বাগেরহাট সদর , ফকিরহাট, চিতলমারি থানায়  ৯ এর অধিক মামলা রয়েছে।

‎কচুয়া থানার অফিসার ইনচার্জ  শামিম আহমদ খান  বলেন, আসামি আলতাফ শেখের বিরুদ্ধে   জমি দখল, চাঁদাবাজি, হত্যার হুমকি সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে  জানাযায়।

আপনার জেলার সংবাদ পড়তে