নাগেশ্বরীতে

আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক মাদক বিরোধী সমাবেশ

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৬:৫৯ পিএম
আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক মাদক বিরোধী সমাবেশ

তারুণ্যের আইডিয়ায় গনঅভ্যূত্থানের বর্ষপূতি পালনের লক্ষ্যে জুলাই শহিদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে “আমার চোখে জুলাই বিপ্লব”শীর্ষক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের বাস্তবায়নে  সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে এবং নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা প্রভাষক রেজাউল করিম রেজার সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, বিশেষ অতিথি নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকসহ অনেকে।


আপনার জেলার সংবাদ পড়তে