এটিইওদের নবম গ্রেডে উন্নীত না করায় হাইকোর্টে রুল

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৭:২৬ পিএম
এটিইওদের নবম গ্রেডে উন্নীত না করায় হাইকোর্টে রুল

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের (এটিইও) দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন এবং অ্যাডভোকেট তোফায়েল আহমেদ।  গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট তোফায়েল আহমেদ এবং বাংলাদেশ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ মিলন মিয়া।


গত ১৭ জুলাই দেশের ৮৫২ জন এটিইওর পক্ষে রিটটি দায়ের করা হয়। জানা গেছে, দেশে মোট ২,৬০৭টি এটিইও পদের মধ্যে বর্তমানে প্রায় ১,৮০০টি পদে কর্মকর্তারা কর্মরত আছেন।

গত দুই দশক ধরে তারা নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, বিক্ষোভ এবং লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সর্বশেষ গত ২৯ জুন মুহাম্মদ মিলন মিয়া অ্যান্ড গং সরকারের সংশ্লিষ্ট দফতরে লিগ্যাল নোটিশ পাঠালেও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করা হয়।

এটিইওরা মাঠপর্যায়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ছাড়াও উপজেলা প্রশাসনকে বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করেন। করোনাকালে তারা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবায় কাজ করেছেন। এছাড়া, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেমন-ভিজিডি, টিসিবি, কর্ম-সিজন প্রকল্প বাস্তবায়নে তারা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা উন্নয়ন পরিকল্পনা (স্লিপ), ক্ষুদ্র মেরামত, ওয়াশব্লক নির্মাণ, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), ইউআরসি পরিচালনা প্রভৃতি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এ কর্মকর্তারা।

১৯৯৬ সালের পর বিভিন্ন পদ যেমন-পিটিআই ইন্সট্রাক্টর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের গ্রেড উন্নীত করা হলেও এটিইওদের গ্রেডে কোনো পরিবর্তন আসেনি। অথচ ১৯৯৪ সাল থেকে দ্বিতীয় শ্রেণির এই পদটি এখনো দশম গ্রেডেই আটকে আছে।

এজন্য দাপ্তরিক ও সামাজিক পরিমণ্ডলে তারা মর্যাদাগতভাবে বারবার বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন। নবম গ্রেড না পাওয়ায় তাদের কর্মস্পৃহা ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে এ দাবির বাস্তবায়ন। তাই, হাইকোর্টের রুল জারির মধ্য দিয়ে এটিইওদের নবম গ্রেড বাস্তবায়নের পথে একটি আইনি অগ্রগতি ঘটেছে । প্রধান শিক্ষক পদ ইতিমধ্যে দশম গ্রেডে উন্নীত  হওয়ায় তাদের তদারককারী কর্মকর্তা হিসেবে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদকে নবম গ্রেড করা অপরিহার্য  বলে মনে করেন এটিইওরা।

আপনার জেলার সংবাদ পড়তে