লালপুরে সড়ক দুর্ঘটনায় শতবর্ষী বৃদ্ধের মৃত্যু

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৮:০৩ পিএম
লালপুরে সড়ক দুর্ঘটনায় শতবর্ষী বৃদ্ধের মৃত্যু

নাটোরের লালপুরে ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় মান্নান মিয়া নামের এক শতবর্ষী বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপরে উপজেলার দূড়দুড়ীয়া ইউনিয়নের  ভেল্লাবাড়ীয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান মিয়া নগরকয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভেল্লাবাড়ীয়া বাজারে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ইঞ্জিন চালিত  ট্রাক জাতীয় ট্রলি  তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রাজশাহী যাওয়ার পথে বাঘা এলাকায় তার মৃত্যু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে