৩৪২ টি ইয়াবাসহ ২ ভাই আটক

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৮:০৭ পিএম
৩৪২ টি ইয়াবাসহ ২ ভাই আটক

নাটোরের লালপুরে ৩৪২টি ইয়াবা ট্যাবলেটসহ দুই আপন ভাইকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা হলেন সুমন প্রামাণিক (৩৭) ও তার ছোট ভাই মোঃ রাজন প্রামানিক (২৮)। তারা উপজেলার চংধুপইল ইউনিয়নের মিল্কিপাড়া গ্রামের মৃত হান্নান প্রামাণিকের ছেলে।লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে যৌথবাহিনী মৃত হান্নান প্রামানিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩৪২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান যে, আটককৃত দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বড় ভাই সুমন প্রামাণিক ইতোমধ্যেই একটি মাদক মামলার আসামি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে