দাকোপ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৮:১৫ পিএম
দাকোপ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দাকোপ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রাথমিক ফলাফলে সভাপতি পদে মোঃ শামীম হোসেন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে বিধান চন্দ্র ঘোষ পুনরায় নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে উপজেলা সমবায় ও প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায় ভোট গ্রহন করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে স্বপন কুমার রায়, আজগর হোসেন ছাব্বির, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, ক্রীড়া ও দপ্তর সম্পাদক পদে প্রবীর কুমার রায়, এবং কার্যনির্বাহী সদস্য জয়ন্ত রায় ও মোঃ জাহিদুর রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জি.এম এহতেশাম রেজা ও মনিরুল ইসলাম দুইজন প্রার্থী সমান ভোট পাওয়ায় পূনঃ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন ও সদস্য থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম।  

আপনার জেলার সংবাদ পড়তে