৩ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ও ২ পদে ভোট ৯ আগস্ট

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর ত্রি বার্ষিক নির্বাচন

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৮:২৩ পিএম
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর ত্রি বার্ষিক নির্বাচন

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬)  এর ত্রি বার্ষিক নির্বাচনে ৫ টি পদের বিপরীতে ৩ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে ৩ জন ও ২ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ আগস্ট ২০২৫ শনিবার। এর আগে ৫ টি পদে ১৪ টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে।

এদের মধ্যে সভাপতি পদে জি এম মইনউদ্দীন হিরু ও মোফাচ্ছিলুল মাজেদ এবং সহ সাধারন সম্পাদক পদে সহ সাধারন সম্পাদক পদে রাকিবুল ইসলাম ও মাহিদুল ইসলাম রিপন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সহ সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান ও অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ৪ আগস্ট ২০২৫ সোমবার বিকাল ৩ টায় প্রধান নির্বাচন কমিশনার দিলাওয়ার হোসেন শাহ, সহকারী নির্বাচন কমিশার সাফায়েত হোসেন সজিব ও আরিফুর রহমান স্বাক্ষরিত পত্র মারফৎ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মোট ১০১ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী ৯ আগস্ট ২০২৫ শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট মঙ্গলবার প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

এদিকে, নবনির্বাচিত সহ সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান ও অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক বেসরকারি ভাবে নির্বাচিত হন।

আপনার জেলার সংবাদ পড়তে