কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারেরন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৮:২৪ পিএম
কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারেরন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কবিতা আবৃত্তি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার। সোমবার সকালে জেলা শহরের আলোরমেলাস্থ সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। এতে জুলাই আন্দোলনের ইতিহাস উপস্থাপন ও স্মৃতি চারণ করেন কিশোরগঞ্জের মহিনন্দের কৃতি সন্তান পা হারানো জুলাই যোদ্ধা মাও. জুনায়েদ আহমেদ। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সদর উপজেলা শাখার সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো.আমিনুল হক সাদী,   প্রতিধ্বনি থিয়েটারের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু জাবিদ ভুঁইয়া সোহেল। এর আগে কবিতা আবৃত্তি অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোকাররম হোসেন শোকরানা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশরাফ আলী সোহান প্রমুখ। এসব অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রসংগত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন ১৫-১৬ জুলাই ও ৪-৬ আগষ্ট বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান মালার জন্য আয়োজনের উদ্যোগ নেন সরকার। এর প্রেক্ষিতে সরকারি দপ্তরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে