রংপুরের পীরগঞ্জে মাদক সম্রাট মিন্টু (৪৫)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সে উপজেলার চতরা ইউপির ইকলিমপুর গ্রামের মৃত-আব্দুল গফুর মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ আগষ্ট রাত ৯ টা থেকে ১১টা পযর্ন্ত ওই অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট,নগদ টাকা ও মাদক সেবনের নানাধরনের সরাঞ্জামাদীও উদ্ধার করা হয় । যৌথবাহিনী সূত্রে জানা যায়, মাদক সম্রাট মিন্টু দীর্ঘদিন ধরে চতরা এলাকায় অবৈধ মাদকের কারবারে লিপ্ত। এর আগেও মিন্টুর নামে পীরগঞ্জ থানায় ৩টি মাদকের মামলা রয়েছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মাদক সম্রাট নামে খ্যাত মিন্টুর অবস্থানের তথ্য গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে সেনা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। রাতেই পীরগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনী চতরার ইকলিমপুরে অভিযান চালিয়ে মিন্টুকে তার নিজবাড়ী থেকে গ্রেফতার করে। এ সময় মিন্টুর কাছ থেকে ৩'শ ২০ পিচ ইয়াবা, মোবাইর ফোন ৬ টি,ডিজিটাল মাদক পরিমাপক মেশিন ১টি কাঁচি, নগদ ৩৫ হাজার ৫০ টাকা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতকে রাতেই পীরগঞ্জ থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি মিন্টুকে গতকাল সোমবার রংপুর কোর্ট হাজতে প্রেরন করা হয়।