কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরে মোরগ মহলে বিএনপির ২বারের প্রয়াত এমপি আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জুর বাস ভবনের সামনে আজ সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে আলোচনা সভার সভাপতিত্ব করেন মজিবুর রহমান মঞ্জুর স্মৃতি সংসদের সভাপতি ও সম্ভাব্য এমপি প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান মামুন। সম্ভাব্য এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মামুন বলেন, স্বৈরাচার খুনী হাসিনা সরকার ও দূষরদের পতনের আন্দোলন করতে গিয়ে তার চাচাতো ভাই শহীদ মোঃ কুদ্দুছ গত বছরের আজকের এইদিনে শহীদ হন। তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের আন্দোলন করতে গিয়ে ঢাকায় বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী গ্রামের শহীদ রাহুল ও দিলালপুর ইউনিয়নের শহীদ জীবন। এছাড়া বাজিতপুরে ফ্যাসিবাদ সরকারের লোকজনের গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন দিঘীরপাড় ইউনিয়নের রাব্বি, সোহাগ পারভেজ, সালাম মিয়া, মনির মিয়া, কৈলাগ ইউনিয়নের রায়হান মিয়া, প্রিসান, দিলালপুর ইউনিয়নের আরমান, আশরাফুল, জিন্নত আলী, শফিকুল ইসলাম, মোঃ সলিম, রিফাদ, রেকিম মিয়া, গেসু মিয়া, আল আমিন, মিনহাজ, মতিন, লাদেন, ইমরান ও কিশোরগঞ্জ মহিলা দলের সহ-সভাপতি ও নারী নেত্রী বিলকিছ বেগম। আলোচনা সভা শেষে ৩জন শহীদের আত্মার মাগফেরাত কামনা করার জন্য দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এছাড়া আগামী মঙ্গলবার ৫ই আগস্ট শহীদদের স্মরণে সারাদেশের ন্যায় বাজিতপুরেও বিভিন্ন আলোচনা সভা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।