দিনাজপুরের হাকিমপুর হিলিতে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোন্ডারদের সাথে যুবকদের হুইসেল হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় সুইজারল্যান্ডের সহায়তায় ও আস্থা প্রকল্প এবং ডেমক্রেসিস ওয়াচ বাস্তবায়েনে হাকিমপুর উপজেলা পরিষদ শিশু নিকেতন স্কুল কক্ষে হাকিমপুর উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা আব্দুল সালাম শাহ সভাপতিত্বে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা ডেমক্রেসিওয়াচ সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান, জেলা ডেমক্রেসিওয়াচ সিনিয়ার ফিল্ড অফিসার মৃহাম্মদ নাজমুল ইসলাম, হাকিমপুর উপজেলা পরিষদ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষ এস এম আওলাদ হোসেন, সহ আরও অনেকে। এসময় বক্তারা নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে বেকার যুবকদের হুইসেল হিসেবে অন্তর্ভুক্তিকরণ বিষয়ে আলোচনা করেন।