রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পরিসমাপ্তি ঘটে ২৪ এর ৫ আগস্ট। আজ সেই বিজয়ের দিন। মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের আজ শেষ দিন। এদিনটি পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে।
দিনের শুরুতে ২৪ এর গণঅভ্যুত্থানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শহীদ আবু জাফর হাওলাদারের কবরে পিরোজপুর জেলা প্রশাসন এবং ভান্ডারিয়ার শহীদ এমদাদুল হকের কবরে পিরোজপুর পুলিশ বিভাগ পুস্পমাল্য অর্পণ করে। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ও পুলিশ বিভাগের পক্ষে খান মোহাম্মদ আবু নাছের পুস্পমাল্য অর্পণ করেন। এসময়ে ওই দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা ছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আজ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও আলোচনা সভা, মসাজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা এবং সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিজয় উদযাপন কনসার্ট।