খুলনার পাইকগাছায় আইনজীবীর স্বাক্ষর ও সিল নকল করে বিভিন্ন দপ্তরে কোট পুলিশ এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করায় অ্যাড. এফএমএ রাজ্জাক তিন পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি খুলনাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। জনাযায়, পাইকগাছার দেওয়ানী ও ফৌজদারি আদালতে আইনজীবী এফএমএ রাজ্জাক এর স্বাক্ষর জ্বাল ও সিল নকল করে পাইকগাছা কোটে চাকরিরত জিআরও মিজানুর সহ তিন পুলিশ এর বিরুদ্ধে পুলিশের উর্ধতন কতৃপক্ষের কাছে অভিযোগ করেন। উক্ত অভিযোগটি যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: রাজিবুল ইসলাম অভিযোগ এর বিষয় তদন্তের জন্য অ্যাড. এফএমএ রাজ্জাকে তার দপ্তরে হাজির হয়ে স্বাক্ষ্য প্রদানের জন্য বেতার বার্তা প্রদান করেন। অতপর আইনজীবী এফএমএ রাজ্জাক অভিযোগ এর বিষয় জ্ঞাত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল যশোরকে লিখিত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি তার নাম,স্বাক্ষর ও সিল ব্যবহারে কে বা কারা তার স্বাক্ষর জ্বালিয়াতি করে উক্ত দরখাস্ত করেছেন মর্মে জানান। তাছাড়া তিনি ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের তথ্য প্রমান পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে জানান। পরবর্তীতে আইনজীবী এফএমএ রাজ্জাক ঘটনার বিষয় তদন্ত করে জানতে পারেন যে, পাইকগাছা কোর্টে চাকুরীরত কনস্টেবল সজিব তালুকদার, তিতুল শেখ নওগাঁ জেলায় চাকুরীরত পাইকগাছার এসআই প্রসেন কুমার সানা পরস্পরের যোগাযোগে আইনজীবী এফএমএ রাজ্জাক এর পেশাগত সুনাম, সুক্ষাতি ও মান- মর্যাদাহানী করার উদ্দেশ্য এবং তাদের প্রতিপক্ষদের জব্দ করার হীনমানুষে উক্ত রুপ কর্মকান্ড করেছেন। তাই তথ্য প্রমাণ সহ রোববার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিত তিন জনকে আসামী করে মামলা দাখিল করেন আইনজীবী। যাহার নম্বর ৬৮৯/২৫, ধারা ৪৬৪, ৪৬৫, ৪৬৯, ৪৭০, ৪৭১, ৫০০, ১৯৩, ১০৯ দঃবিঃ। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি খুলনাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।