আমার দেশ পত্রিকা ফেরায় পাঠকের মুখে হাসি

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০২:০২ এএম
আমার দেশ পত্রিকা ফেরায় পাঠকের মুখে হাসি

১১ বছর পর আবারও প্রকাশিত হলো দৈনিক আমার দেশ পত্রিকা। আজ ২২শে ডিসেম্বর, পত্রিকাটি হাতে পেয়ে ইন্দুরকানীর সর্বস্তরের পাঠকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সকালে পত্রিকা আসার সঙ্গে সঙ্গেই তা সংগ্রহ করতে ব্যবসায়ী, শিক্ষার্থী, ও চাকরিজীবীদের ভিড় লক্ষ্য করা যায়। প্রিয় পত্রিকাটি ফিরে পাওয়ায় পাঠকদের মধ্যে দেখা গেছে আনন্দের ঝলক। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "আমার দেশ পত্রিকা জনগণের মুখপাত্র। আশা করি, এটি আগের মতোই গণমানুষের কথা বলবে।" পত্রিকা বিক্রেতা আব্দুল খালেক জানান, ‘আমার দেশ’ পত্রিকা নিয়ে আসার পরপরই সব শেষ হয়ে যায়। পাঠকের চাহিদা এত বেশি ছিল যে অনেকে পত্রিকা পাননি। ইন্দুরকানীর চায়ের দোকান, অফিস ও বাজারে আজ পত্রিকাটি নিয়ে আলোচনা ছিল মুখর। এলাকাবাসীর মতে, আমার দেশ পত্রিকা ফিরে আসায় সত্য সংবাদ জানার সুযোগ তৈরি হয়েছে, যা দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে