পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, শুধু মাত্র একটি নির্বাচনের জন্যই জুলাই যোদ্ধারা নিজেদের জীবন বলি দেননি। শোষণ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্যই তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এখনও প্রশাসনের ভিতরে অনেক আওয়ামী দালাল ঘাপটি মেরে বসে আছে উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরী করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, তবেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিবে।
আজ মঙ্গলবার ৫ আগস্টের এ দিনকে পিরোজপুর জেলা জামায়াত "জাতীয় মুক্তি দিবস" হিসেবে পালন উপলক্ষে মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সকাল ১০ টায় পিরোজপুর শহরের বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে স্থানীয় বিলাস চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, ২৪ এর ১ আগস্ট স্বৈরাচার আওয়ামীলীগ জামাত-শিবির নিষিদ্ধ করেছিল। অথচ বছর না ঘুরতেই আজ ওই দলের সব কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে। নির্বাচনের আগে জামায়াতের দেওয়া ৭ দফা দাবী মেনে নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসমক্ষে তার বিচার করে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামীলীগ রাজাকার রাজাকার বলে আজ নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে। এখন আবার নতুনভাবে একটি দল রাজাকার ধুয়ো তুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পায়তারা চালাচ্ছে। ওই সব ধুয়ো তুলে কোনো লাভ হবে না।
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা শেখ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, হিন্দু ব্যবসায়ী নারায়ন চন্দ্র সাহা প্রমুখ।