সিংড়ায় বিএনপির বিশাল বিজয় র‌্যালি ও সমাবেশ

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৫:৪১ পিএম
সিংড়ায় বিএনপির বিশাল বিজয় র‌্যালি ও সমাবেশ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ বলেছেন, বিগত ১৫ বছর বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন, গুম ও খুন ছিল নজির বিহীন। জুলাই আন্দোলনে সিংড়ার তিন তরতাজা যুবকের বুক গুলিতে ঝাঁঝরা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের সকল খুনের জবাব গণতান্ত্রিক ভাবে ফিরিয়ে দেয়া হবে। মঙ্গলবার নাটোরের সিংড়ায় বিএনপি আয়োজিত ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তির বিজয় র‌্যালি শেষে সিংড়া বাসষ্ট্যান্ডে সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ এর নেতৃত্বে এক বিশাল বিজয় র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সিংড়া পৌর বিএনপির সদস্য সংগ্রহ কমিটির আহবায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ ছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, উপাধ্যক্ষ রেজাউল করিম মৃধা, সদস্য মহিদুল ইসলাম, জিয়াউর রহমান লেলিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদস্য শামীম হোসেন, সাইদুর রহমান সাধু, রফিকুল ইসলাম বুলেট, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে