মোল্লাহাটে বিএনপির জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৫:৫৮ পিএম
মোল্লাহাটে বিএনপির জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির উদ্যোগে ৫ আগস্ট (মঙ্গলবার) “জুলাই গণ অভ্যুত্থান দিবস”পালন করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের সঞ্চালনায় কেআর কলেজের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ ওহিদুজ্জামান, উপজেলা বিএনপি নেতা এস এম শাহাজাহান, দেলোয়ার হোসেন ও শেখ শাহিন।

আলোচনা সভা শেষে মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহকারে এক বিশাল শোভাযাত্রা কেআর কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকা অতিক্রম করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “জুলাই গণ অভ্যুত্থান ছিল এ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি ঐতিহাসিক মাইলফলক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেই চেতনা ধারণ করেই আমাদের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।” অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে