কটিয়াদীতে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালন

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৬:২৩ পিএম
কটিয়াদীতে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালন

কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই গণ অভ্যূত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মিছিলের শহরে পরিনত হয় কটিয়াদী। মঙ্গলবার সকাল থেকে দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল সমাবেশে সরগরম হয়ে উঠে পৌর এলাকা। উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির উদ্যোগে পৃথক দলে বিভক্ত হয়ে মিছিল সমাবেশ করতে দেখা যায়। তাছাড়া জামায়াতি ইসলাম কটিয়াদী উপজেলা শাখা, ইসলামী আন্দোলন কটিয়াদী উপজেলা শাখাও দিবসটি উপলক্ষে পৃথক মিছিল সমাবেশ করে। জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল ও উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁনের নেতৃত্বে বিকালে অনুষ্ঠিত মিছিল বাজার ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। তার পূর্বে বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে একটি মিছিল কটিয়াদী বাজার প্রদক্ষিণ করে এবং পোষ্ট অফিস সংলগ্ন জেলা পরিষদ মার্কেট এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সজল সরকারের উদ্যোগে পৃথক একটি মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে। তাছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশও পৃথক কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। তাদেরকে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে