জুলাই গণঅভ্যুত্থান দিবসে নাটোরের সিংড়ার তিন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৬ জুলাই আন্দোলনে শহীদ রমজান আলী, শহীদ সোহেল রানা ও শহীদ হ্নদয় হোসেনের গ্রামের বাড়িতে তাদের কবরে পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। এসময় আন্দোলনে নিহতদের স্বজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ইউএনও মাজহারুল ইসলাম বলেন, সকল জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে রয়েছে প্রশাসন।