সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে তিন শহীদের কবরে শ্রদ্ধা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৬:২৩ পিএম
সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে তিন শহীদের কবরে শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নাটোরের সিংড়ার তিন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৬ জুলাই আন্দোলনে শহীদ রমজান আলী, শহীদ সোহেল রানা ও শহীদ হ্নদয় হোসেনের গ্রামের বাড়িতে তাদের কবরে পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। এসময় আন্দোলনে নিহতদের স্বজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ইউএনও মাজহারুল ইসলাম বলেন, সকল জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে রয়েছে প্রশাসন।

আপনার জেলার সংবাদ পড়তে