দাকোপে সতীন পুত্রদের বিরুদ্ধে নিঃ সন্তান বিধুবা মায়ের সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ফসলসহ বৈধ সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছে। প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার সুতারখালী ইউনিয়নের উত্তর কালাবগী ৭ নং ওয়ার্ডের নিঃসন্তান রেবেকা বেগম সতীন পুত্র আলী আকবর গাজী, তাইজুল গাজী, মাজেদ গাজীসহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। তিনি দাবী করেছেন তার স্বামী খোদাবক্স গাজী ১১ অক্টোবর ২০২৩ মারা যায়। স্বামীর মৃত্যুর পূর্বে তিনি স্ত্রী হিসাবে বৈধ ওয়ারেশ অংশে নিজ নামীয় দাগ খতিয়ান অনুসারে ১.১১৫৪৬ একর সম্পত্তিসহ খোদাবক্স গাজীর নামে থাকা জমাজমির বৈধ দাবীদার। কিন্তু স্বামীর মৃত্যুর পর উল্লেখিত বিবাদী সতীন পুত্ররা তাকে সম্পত্তি থেকে জোর পূর্বক বেদখল করার অপচেষ্টা করে আসছে। যেহেতু তিনি নিঃসন্তান অসহায় দেখার কেউ নেই সেই সুযোগ নিয়ে তারা ভূক্তভোগী রেবেকা বেগমের জমির ফসল জোর পূর্বক কেটে নিয়ে যায়। এমনকি বসত ভিটে থেকে উচ্ছেদে তাকে হুমকি ধামকি ভয়ভীতি দিয়ে আসছে। এ ঘটনায় তিনি স্থানীয় পর্যায়ের জনপ্রতিধিদের কাছে অভিযোগ দেয়। তবে বিবাদীরা জনপ্রতিধিদের সকল সিদ্ধান্তকে অগ্রাহ্য করে এ জাতীয় কর্মকান্ড অব্যহত রেখেছে। নিরুপায় হয়ে নিজ সম্পত্তি রক্ষায় রেবেকা বেগম গত ২২ ডিসেম্বর ২০২৪ স্বপক্ষের দালিলিক প্রমানাদীসহ দাকোপ থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছে।