সেনবাগে ট্রাক্টর চাপায় শিশু আহত -১

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০২:২০ এএম
সেনবাগে ট্রাক্টর চাপায় শিশু আহত -১

নোয়াখালীর সেনবাগে ব্রিক ফিল্ডের মাটি পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টর চাপায় মোঃ মেহেরাজ হোসেন(৫) নামের এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় তার বড়ভাই মেহেদী হাসান (৮) আহত হয়েছে। নিহত মেহেরাজ উপজেলার ৪নং কাদরা ইউপির ৮নং ওয়ার্ডের চাঁদপুর ফজল ব্যাপারী বাড়ির ডুবাই প্রবাসী মোঃ সবুজের ছেলে। এঘটনায় থানা পুলিশ ট্রাক্টর চালক মোঃ জনি ও ভ্যেকু চালককে আটক করেছে। ওই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১১টার দিকে কাদরা ইউপির চাঁদপুর-হীরপুর সড়কের খলিফাপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার সকালে মেহেদী ও মেহেরাজ দুই ভাই নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে নানার বাড়িতে রওয়ানা দিয়ে বাড়ি থেকে বের হতেই ব্রিক ফিল্ডের মাটি পরিবহন কাজে ব্যবহৃত একটি দ্রুত গতির ট্রাক্টর দুইভাই সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই ছোট ভাই মেহেরাজ নিহত হয় এবং বড় ভাই মেহেদী গুরুত্বর আহত হয়। এসম স্থানীয়রা আহতকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করান এবং ট্রাক্টর আটক করে।  খবর পেয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক্টর ও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভ্যেকু মেশিন জব্দ করে এবং ট্রাক্টর ও ভ্যেকু চালককে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান,অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ববস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে