ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিজয় র্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী উপজেলা বিএনপির আয়োজনে বিএসসি মোড় থেকে এ র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ বিজয় মঞ্চে গণসমাবেশে মিলিত হয়।
বিজয় র্যালীতে হাজারও মানুষ অংশগ্রহণ করেন। এসময় জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের ছবি সংযুক্ত ফেসটুন ব্যানার ও জাতীয় পতাকা, দলীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশগ্রহন করে তারা।
বিজয় মঞ্চে অনুষ্ঠিত গণসমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট বজলুর রশিদ, ডা. ইউনুছ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, সদস্য সচিব আজিজুল হক প্রমুখ।
এ সময় জুলাই শহীদ গোলাম রাব্বানীর বাবা ও রাশেদুল ইসলামের ভাইয়ের উপহাহার সামগ্রী তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ।