কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার বিকাল ৫টায় উই ফর অল ফাউন্ডেশনের উদ্যোগে গাজিরচর ও কৈলাগ ইউনিয়নের এসএসসি পরীক্ষা ২০২৫ শিক্ষাবর্ষের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল হক। এই অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীণের মধ্যে কেউ কেউ বলেন, তারা তাদের শিক্ষক ও মা-বাবার কঠোর পরিশ্রমের কারণে তাদের এই ফলাফল এসেছে। ২ ইউনিয়নের ১০ জন জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাজেদুল হক, মোঃ এমাদ উদ্দিন, হুমায়ুন কবির, নরুল আলম বাবলু, আসাদুজ্জামান, আব্দুস ছামাদ শাহিন। সমাপনী বক্তব্যে এ ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল হক বলেন, আজ যারা জিপিএ ৫ পেয়েছো, তারা একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ আবার সমাজসেবক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হোক সে জয় তারা করেন।