বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ১২:১০ পিএম
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ

বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির অমর প্রতীক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ। বাংলা ১৩৪৮ সনের ২২শে শ্রাবণ (১৯৪১ সালের ৭ আগস্ট)—কলকাতার জোড়াসাঁকোর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা ভাষার এই বিস্ময়কর প্রতিভা। তাঁর চলে যাওয়ার মধ্য দিয়েও থেমে যায়নি তাঁর সৃষ্টি। বরং তা নতুন প্রজন্মের ভাবনায়, অনুভবে, শিল্পে ও চর্চায় বেঁচে রয়েছে চিরকাল।

রবীন্দ্রনাথের সাহিত্যের বিস্তৃতি শুধু কবিতা বা গানেই সীমাবদ্ধ নয়। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার, গীতিকার, সুরকার, শিল্পী, শিক্ষাবিদ এবং সমাজসংস্কারক। তাঁর রচনায় মানবতা, প্রকৃতি, প্রেম, সমাজচেতনা ও জাতীয়তার যে অনুপম সংমিশ্রণ—তা বাংলা ভাষা ও সাহিত্যকে দিয়েছে বিশ্বমানে প্রতিষ্ঠা।

১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে রবীন্দ্রনাথ প্রথম বাঙালি হিসেবে বিশ্ব সাহিত্যে অনন্য উচ্চতা ছুঁয়ে যান। তাঁর লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ বাংলাদেশের জাতীয় সংগীত। এমনকি স্বাধীনতা সংগ্রামসহ জাতীয় নানা আন্দোলনে তাঁর গান ও কবিতা শক্তি জুগিয়েছে বাঙালিকে।

বাংলা ১২৬৮ সনের ২৫শে বৈশাখ, ইংরেজি ১৮৬১ সালের ৭ মে, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করা রবীন্দ্রনাথ শেষ সময় পর্যন্ত ছিলেন সৃষ্টিশীল। মৃত্যুর কিছুদিন আগেও তিনি রোগশয্যায় শুয়ে কবিতা রচনা করতেন। তাঁর অনুলিখক হিসেবে দায়িত্ব পালন করেন লেখিকা ও চিত্রশিল্পী রানী চন্দ। তাঁর মুখে বলা শেষ কবিতাগুলোর মধ্যে একটি ছিল—“তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি”।

বিশ্বকবির ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে নানা শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় ঢাকার ছায়ানটে আয়োজন করা হয়েছে গীতি আলেখ্যসহ বিশেষ অনুষ্ঠান, যেখানে সাধারণ দর্শক অংশ নিতে পারছেন। ছায়ানটের ট্রাস্টি সারওয়ার আলী জানান, এই আয়োজনে রবীন্দ্রসংগীত ও আবৃত্তির মাধ্যমে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বাংলা একাডেমিও আয়োজন করেছে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিতব্য আলোচনায় মূল বক্তা থাকবেন বিশিষ্ট গবেষক অধ্যাপক বেগম আকতার কামাল। আলোচনায় আরও অংশ নেবেন কবি ড. মাহবুব হাসান, অধ্যাপক ড. রহমান হাবিব, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব মো. সেলিম রেজা। এরপর বিকেল ৫টায় সাংস্কৃতিক পরিবেশনায় থাকছে আবৃত্তি ও রবীন্দ্রসংগীত।

রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন সাহিত্যিক নন, তিনি এক জীবনদর্শন। তাঁর প্রতি শ্রদ্ধা জানানো মানেই নিজের শিকড়ের কাছে ফিরে যাওয়া, ভাষা ও সংস্কৃতির মর্ম উপলব্ধি করা।

আপনার জেলার সংবাদ পড়তে