রাজিবপুরে মোখলেছুর রহমানের নেতৃত্বে বিজয় মিছিল ও আলোচনা

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ০১:০৩ পিএম
রাজিবপুরে মোখলেছুর রহমানের  নেতৃত্বে বিজয় মিছিল ও আলোচনা

জুলাই- আগস্টের গনঅভ্যুত্থানে ছাত্র জনতার কঠোর আন্দোলন ও বুকের তাজা রক্তের বিনিময়ে গত ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেন।

ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের এক বছর পূর্তি  উপলক্ষে রাজিবপুর  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমানের  নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫আগস্ট) বেলা ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকগন বিজয় মিছিলে অংশ নিতে দলে দলে রাজিবপুর শহরে  এসে  সমবেত হতে থাকে। বিজয় মিছিলের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সাথে সাথে পুরো এলাকা-নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় জনশ্রুতে পরিনত হয়। অতীতের সকল রেকর্ড ভেঙে এ বিজয় মিছিলে অংশ নিতে  লোকেলোকারণ্য হয়ে উঠে রাজিবপুর শহর। 

পরে, বিজয় মিছিলটি  শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড়ে সামনে এসে আলোচনা সভায় অংশ নেয়। 

এ সময় সকল রোডের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 


এ বিজয় মিছিল ও আলোচনা সভায়  অতিথি হিসাবে উপস্থিত থেকে জুলাই-আগষ্টের আন্দোলনে ছাত্র জনতার উপর আওয়ামী ফ্যাসিবাদের নির্মম গণহত্যার ভয়াবহতার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জামিল আহম্মেদ, মোহাম্মদ হেলাল আহমেদ, কুড়িগ্রাম ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মোখলেছুর রহমান , উপজেলা বিএনপির  সদস্য সচীব আব্দুল হাই সরকার, যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মন্ডল,বিএনপি নেতা আজিজুর রহমান,রুহুল আমীন, আমিনুর রহমান, যুবনেতা রোস্তম মাহমুদ লিখন ও ছাত্র দল নেতা মোখলেছুর রহমানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ,যুবদল, মহিলাদল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে