চিতলমারীতে জুলাই গণঅভ্যুত্থানের দুই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ০২:৩৮ পিএম
চিতলমারীতে জুলাই গণঅভ্যুত্থানের দুই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদ সাব্বির ইসলাম সাকিব ও জসিম ফকিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন চিতলমারী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৮টায় উপজেলার চরচিংগড়ী ও হিজলা মাঠপাড়া গ্রামে এই দুই শহীদের কবরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশ যৌথ ভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এ সময় এক মিনিট নিরবতা পালন ও  মুনাজাতের মধ্যেদিয়ে কার্যক্রম শেষ হয়। শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, জেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জি: এডভোকেট: মাসুদ রানা, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা প্রানি সম্পদ অফিসার আহমেদ ইকবাল, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফারাজী, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমল হোসেন, প্রমূখ। 

উল্লেখ্য: গত জুলাই বিপ্লবে ঢাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদহন চিতলমারী উপজেলার চরচিংগড়ী গ্রামের হায়াত আলী ফকিরের ছেলে জসিম ফকির ও হিজলা মাঠপাড়া গ্রামের শেখ শহিদুল ইসলামের ছেলে সাব্বির ইসলাম সাকিব।

আপনার জেলার সংবাদ পড়তে