হোসেনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ০৩:৫২ পিএম
হোসেনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে রাইয়ান মাহমুদ নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (বুধবার) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমানপুরুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাইয়ান মাহমুদ একই গ্রামের শামসুল আলমের ছেলে।

জানা গেছে, এদিন সকালে শিশু রাইয়ান খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে মৃত উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মুকুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে