নাটোরের লালপরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিক পুত্র মাদ্রাসা ছাত্র জিহাদের মৃত্যু হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের বাসিন্দা লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর লালপুর প্রতিনিধি সালাউদ্দিনের ছোট সন্তান মাদ্রাসা ছাত্র জিহাদ (১৫) ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুতের তার গোছানোর সময় শনিবার রাত সোয়া ১১ টার দিকে বিদ্যুৎপৃষ্টে আহত হয়। আহত জিহাদকে স্বজনরা দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংবাদিক সালাউদ্দিনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে জিহাদ ছোট সন্তান। জিহাদ বিলমাড়ীয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় বিলমাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে মোহরকয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জিহাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক সালাউদ্দিনের ছেলের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী তার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।