ইউএনও'র পার্বতী উচ্চ বিদ্যালয়ে অতর্কিত অভিযান

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ০৮:৩৯ পিএম
ইউএনও'র পার্বতী উচ্চ বিদ্যালয়ে অতর্কিত অভিযান

হাটহাজারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন  বুধবার সকালে হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয়ে অতর্কিত অভিযান পরিচালনা করছেন। উপজেলা আইন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ও মোটর সাইকেল নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করতে এই অতর্কিত অভিযান বলে তিনি গণমাধ্যমকে জানান। অভিযানের সময় তিনি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশি করেন বলে উল্লেখ করে একজন শিক্ষার্থীর ব্যাগে একটি মোবাইল ফোন পাওয়া গেছে বলে গণমাধ্যম জানিয়েছেন। উদ্ধারকৃত মোবাইলটি বিদ্যালয়ে জমা রাখা হয়েছে বলে ও  জানান। 

জানা যায়, ইউ এন ও এই উপজেলায় যোগদানের পর উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষাদের মোবাইল আশক্তি থেকে বিরত রাখতে  প্রাথমিক ও মাধ্যমিক  শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ও মোটর সাইকেল নিষিদ্ধ করার ঘোষণা প্রদান করেন। তাঁর এই পদক্ষেপ ও ঘোষণাকে শিক্ষা সচেতন লোকজন স্বাগত জানিয়েছেন। নবাগত ইউএনওর এই পদক্ষেপকে শিক্ষা সচেতন লোকজন যুগান্তরকারী হিসাবে আখ্যায়িত করেছেন। তাঁর এই পদক্ষেপ বাস্তবায়নে গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের লোকজন সার্বিক সহযোগিতা করবে বলে তিনি( ইউএনও) আশাবাদ  ব্যক্ত করেছেন। গতকাল বুধবার পার্বতী উচ্চ বিদ্যালয়ের মত উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতর্কিত অভিযান পরিচালনার  উপর গুরুত্ব আরোপ করেছেন সচেতন মহল।

আপনার জেলার সংবাদ পড়তে