জুলাই গণঅভ্যুত্থান একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের বার্তা: ড. মঈন খান

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ০৯:০৯ পিএম
জুলাই গণঅভ্যুত্থান একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের বার্তা: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, "ঐতিহাসিক জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বার্তা। সেই ইতিহাস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে প্রেরণা জোগায়।"

বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের রেজিস্ট্রারি মাঠে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গতকাল আমাদের বিজয় হয়েছে। তবে আমরা কেবল সময়ের অপেক্ষায় নই-আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।”

ড. মঈন খান জানান, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বিজয়ী হবে ইনশাআল্লাহ। এজন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে দেশের সাধারণ মানুষ প্রতিনিয়ত যুক্ত হচ্ছে।”

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, দলের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী প্রমুখ।

বিজয় র‌্যালিটি রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে