গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ০৯:৪০ পিএম
গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ

নাটোরের লালপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একটি গণমিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেলে রামকৃষ্ণপুর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে লালপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল  হাই স্কুল মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ,  তিনি নাটোর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, উপজেলা সহকারী সেক্রেটারি মহসিন আলম এবং সাবেক উপজেলা জামায়াত সেক্রেটারি সাজ্জাদুর রহমান উজ্জ্বল।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন সমাবেশটি পরিচালনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে