ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রম্যমান আদালত। আজ বুধবার (৬ আগষ্ট) বিকেল গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদক সেবন করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে বিভিন্ন কারাদণ্ড প্রদান করে। তাদের মধ্যে দুইজনকে ৩ মাস এবং দুইজনকে ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। দন্ডিতরা হলো - শান্ত আহম্মদ (২৩), আরফান মোল্লা (২৪), ডালিম খান (২৪) ও আল আমিন (২১)। মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি।