রংপুরে র‌্যাবের অভিযান, নারীসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ১০:৪৭ পিএম
রংপুরে র‌্যাবের অভিযান, নারীসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক ৪ অভিযানে নারী মাদক কারবারিসহ ৪ জনকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩। এসময় ৩৩৬ বোতল ফেনসিডিল এবং ১৩১ বোতল এস্কাফ জব্দ করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতাররা হলেন— লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার উত্তর জাওয়ানী এলাকার মৃত হযরত আলীর ছেলে আতিকুল ইসলাম (২০), একই জেলার কালিগঞ্জ থানার হররাম এলাকার সাহার আলীর মেয়ে মোছা. সমোলা বেগম (৪৪), দিনাজপুর জেলার কোতয়ালী থানার জামালপুর শেখপাড়া এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও একই এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী আরজুমান (৫০)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৫ আগস্ট দুপুরে রংপুর জেলার সদর উপজেলার ৩ নম্বর চন্দপাট ইউপির শ্যামপুর বন্দর বাজারের নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যক্ত মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের সিটের নিচে ও ট্যাঙ্কের ভিতর বিশেষ কায়দায় রাখা ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও পৃথক পৃথক অভিযানে ২ নারী মাদক কারবারিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় ফেনসিডিল ও এস্কাফ জব্দ করা হয়।

রংপুর র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, জব্দ করা আলামতসহ গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাব-১৩ সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। মাদকের বিরুদ্ধে এ সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে