রাজশাহীর প্রথম নারী পুলিশ সুপারের যোগদান

এফএনএস (এম এম মামুন; মোহনপুর, রাজশাহী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৮ এএম
রাজশাহীর প্রথম নারী পুলিশ সুপারের যোগদান

রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে জেলার প্রথম নারী পুলিশ সুপার  ফারজানা ইসলাম যোগদান করেছেন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর সদ্য বিদায়ী এসপি মো. আনিসুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন ফারজানা ইসলাম। তাঁর দায়িত্ব গ্রহণের সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল আলম, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফারজানা ইসলাম এর আগে ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ছিলেন। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালে পুলিশে যোগ দেন। বিদায়ী এসপি মো. আনিসুজ্জামান ঢাকা জেলার এসপি হিসেবে যোগদানের উদ্দেশ্যে শনিবার রাজশাহী ছেড়েছেন।। গত ১ সেপ্টেম্বর তিনি রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন।তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে