ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় কিশোর নিহত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ০৩:১৫ পিএম
ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় কিশোর নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়িচাপায় আলী নূর (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত আলী নূর নেত্রকোনা সদর উপজেলার লাইটইঞ্জিন চল্লিশাপাড়ার মো. উজ্জল মিয়ার ছেলে। সে স্থানীয় সিএনজি চালিত একটি অটোরিক্সা গ্যারেজে চাকরি করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলো আলী নূর। ওই সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত গাড়িচাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনে ময়না তদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

আপনার জেলার সংবাদ পড়তে