মেহেরপুর সীমান্তের হরিরামপুর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ০৩:১৬ পিএম
মেহেরপুর সীমান্তের হরিরামপুর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুরের বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিলে মিঠু ওরফে বাবু (৩৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় স্থানীয়দের সহায়তায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মিঠু ওরফে বাবু মেহেরপুর শহরের পেয়াদাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বিজিবি ও স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মিঠু ওরফে বাবুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা বুধবার ৬ আগস্ট  দিকে মিঠু ওরফে বাবু সহ কয়েকজন মাদক নিতে সীমান্ত এলাকায় গেলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। ওই সময় প্রাণ বাঁচাতে তিনি হরিরামপুর বিলে লাফ দেন এবং পানিতে ডুবে মারা যান।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন,আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করি। এছাড়া বিজেপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।