সংবাদ প্রকাশের পর সেনবাগে যৌথ অভিযান ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৭ আগস্ট, ২০২৫, ০৫:৩০ পিএম | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ০৫:০৬ পিএম
সংবাদ প্রকাশের পর সেনবাগে যৌথ অভিযান ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালীর কথা ও দৈনিক জাতায় ণিশার পত্রিকায় সহ কয়েকটি অনলাইন গণ মাধ্যমে সেনবাগের ১০টি খাল অবৈদ দখলদারের কবলে শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর নোয়াখালীর সেনবাগে উপজেলা প্রশাসন ,সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার বেলা ১২ দিকে সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর ২নং ওয়ার্ডের হাজীহাট বাজারে ওই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়।

 দীর্ঘ দিন থেকে এক শ্রেনীর দখলদার সেনবাগ শেখ সুফি-বদুগাজী সংযোগ খালের হাজীরহাট এলাকায় অবৈধ ভাবে খালটি দখল করে দোকান-পাট ও খালে বাঁধ দিয়ে বাড়ির চলাচলের রাস্তা নির্মান করার কারণে সম্প্রতি টানা বর্ষণে পুরো উপজেলা জুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। এতে এলাকাবাসীর অভিযোগের বিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সহযোগীতায় বৃহস্পতিবার ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করে খালটি অবৈধ দখল মুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃউদ্দিন,সেনবাগ সেনবাগ সেনাক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ফারভেজ ও সেনবাগ উপজেলা সহকারী কশিনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

উচ্ছেদ অভিযানকে  স্বাগত জানিয়েছেন স্থানীয়রা তাদের একটাই দাবী শুধু হাজীহাটে উচ্ছেদ অভিযান চালিয়ে তার বন্ধ করা হলে চলবেনা। অভিলম্ভে হাজীরহাটে দক্ষিন ও উত্তর পাশ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে