কটিয়াদীতে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের কমিটি গঠন

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ০৬:১১ পিএম
কটিয়াদীতে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের কমিটি গঠন

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিরাপদ সড়ক চাই সংগঠনের উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরকে আহবায়ক ও মো. মোয়াজ্জেম হোসেনকে সদস্যসচিব করে বুধবার নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও ভারপ্রাপ্ত মহাসচিব জুনাইদুর রহমান মাহফুজ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- যুগ্ম আহবায়ক মাইনুল হক মেনু, সৈয়দ আলিউজ্জামান মহসিন, কার্যকরী সদস্য রফিকুল হায়দার টিটু,  ফখর উদ্দিন ভূঁইয়া ইমরান, আহসান হাবিব সাধু, মিজানুর রহমান, কামাল উদ্দিন, রাজিব কুমার সরকার, জাহাঙ্গীর হোসেন, ছাইদুর রহমান পাটোয়ারী, মো. রফিকুল ইসলাম, সৈয়দ  হাকিকুল ইসলাম, খায়রুল ইসলাম, আফজাল হোসাইন, মোহাম্মদ শাহিন, মাসুম পাঠান, আলম মিয়া, নাইম মিয়া ও  মোশারফ হোসেন। ৫ সদস্যের উপদেষ্টাগণ হচ্ছেন- কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, শিল্পপতি স্বপন কুমার সাহা, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন ভূইয়া সবুজ, এড. মমিনুল ইসলাম ও কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ মো. ইকবাল  নিরাপদ সড়ক চাই (নিসচা) কটিয়াদী শাখা আগামী দুই বছর এলাকায় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষামূলক কর্মসূচি এবং দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে