জুলাই পুণ জাগরণ অনুষ্ঠান মালা ২০২৫ উপলক্ষ্যে দাকোপে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও চালনা পৌরসভার সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০টায় চালনা পৌরসভার অডিটোরিয়ামে ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোঃ মিরাজ হোসেন, শাকিল আহম্মেদ, মোঃ রাগিব হাসিন, মোঃ নাইম হাসান নয়ন ও মোঃ জিসান। এসময় ক্যাম্পে সেবা প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তন্ময় মল্লিক, ডাঃ সেলিম রেজা, ডাঃ ঐত্রি মৃধা। ক্যাম্পে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা, ঔষুধ বিতরণ, প্যাথলজিক্যাল পরিক্ষা ও স্বেচ্ছায় রক্ত দান, দ্যা রেড জুলাইয়ের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের উপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। ক্যাম্প শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।