কুড়িগ্রামের রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিকের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। বুধবার(৬আগষ্ট) বিকালে এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগপত্র দাখিল করেছে এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভীমশর্মা থেকে বিয়ানীবাজার সংযোগ সরকারি রাস্তার দু'ধারে থাকা ১১টি মোটাতাজা ইউক্যালিপটাস গাছ সম্প্রতি এস্কেভেটর (ভেকু) মেশিন দ্বারা অবৈধভাবে কেটে নিয়ে যায় ওই ইউনিয়নের চেয়ারম্যানের লোকজন। ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিকের নির্দেশে তার একান্ত সহকারী মাসুদ রানা খরকু উপস্থিত থেকে গাছগুলো কর্তন করে বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন। মাসুদ রানা খরকু এলাকাবাসীকে বলেন, বনবিভাগ ও রাজারহাট ইউএনও’র নির্দেশে গাছ কাটা হচ্ছে। পরে সে বলেন চেয়ারম্যান গাছ কেটে নিয়ে আসলেও পরে রাজারহাট ইউএনও স্যার গাছগুলো নিয়ে গেছেন। কিন্তু মোটা তাজা গাছগুলো বিক্রি করে ওই ইউপি চেয়ারম্যান ও তার রোকজন আত্মসাৎ করেছে বলে ধারনা করেন এলাকাবাসী। কেননা গাছ কেটে নিয়ে যাওয়ার প্রায় দেড়মাস অতিবাহিত হলেও কোনো নিলাম হয়নি। অবৈধভাবে সরকারি গাছ কেটে রাষ্ট্রীয় সম্পদ তছরুফ করার জন্য ওই চেয়ারম্যান ও তার সাথে সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিকের ফোন নম্বরে বেশ কয়েকবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।