বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস (আটাব) সিলেট শাখার সাধারণ সদস্যরা আটাবে প্রশাসক নিয়োগ বাতিল ও টিকিট সিন্ডিকেটে জড়িতদের লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আটাব সিলেটের সদস্যরা টিকেট সিন্ডিকেটকারীদের লাইসেন্স বাতিল ও প্রশাসনিক হস্তক্ষেপের প্রতিবাদ জানান এবং নিয়োগকৃত প্রশাসক প্রত্যাহার করার দাবী জানান।
বক্তারা বলেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে আটাবের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া লঙ্ঘন করা হয়েছে এবং ব্যবসায়ীর সুবিধা বঞ্চিত হবে। পাশাপাশি টিকিট সিন্ডিকেটের কারণে সাধারণ এজেন্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা এই শিল্পের স্থিতিশীলতা বিনষ্ট করছে।
এ সময় আটাব সিলেটের সদস্য কামরুল ইসলামের সভাপতিত্বে এবং মিসবাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন-
নিপেন্দ কুমার দাস, ফারুক আহমেদ, আতিকুর রহমান, আবুল কালাম মিটু, শাহজাহান, তাজউদ্দীন আহমদ, মুহিবুল ইসলাম, আল মাহমুদ, মামুনুর রশীদ মামুন, ফারহান আহমদ সুয়েব, সায়েম চৌধুরী, রুমেল আহমদ, শাহিন আহমদ প্রমুখ।
বক্তারা দ্রুত প্রশাসক নিয়োগ বাতিল এবং টিকিট বাণিজ্যে জড়িত সিন্ডিকেট সদস্যদের চিহ্নিত করে তাদের লাইসেন্স বাতিলের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।