গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় “পল্লী সড়ক ও কালভার্ট মেরামত রক্ষণাবেক্ষণ (এলসিএস) প্রকল্পের আওতায় কর্মরত মহিলা শ্রমিকদের মাঝে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাজ কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে “পল্লী সড়ক ও কালভার্ট মেরামত রক্ষণাবেক্ষণ (এলসিএস) প্রকল্পের আওতায় ২৫ জন মহিলা কর্মী চাকুরীরমেয়াদ সমাপ্ত হওয়ায় তাদের স্ব-স্ব সঞ্চয় হিসাবের বিপরীতে জন প্রতি ১,০৪,৫০০ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে মহিলা শ্রমিকরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, এই প্রকল্পের মাধ্যমে তারা ঘরের বাইরে এসে আয় করার সুযোগ পেয়েছেন, যা তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা এনেছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, নারী উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।