কুড়িগ্রামের রাজারহাটে বজ্রপাতে ক্ষতিগ্রস্থ চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদরাসা আকস্মিকভাবে পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। বৃহস্পতিবার(৭আগষ্ট) দুপুরে আকস্মিকভাবে ওই মাদরাসায় উপস্থিত হন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার। তিনি মাদরাসার শিক্ষার্থী ও শ্রেণিকক্ষের পাঠদান এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মানিক মিয়া। ২০২৩সালের ২৪জুলাই মাদরাসাটিতে বজ্রপাত হলে প্রায় ৯জন শিক্ষার্থী গুরত্বর আহত হয়। এসময় প্রতিষ্ঠানটির অবকাঠামোসহ বৈদ্যুতিক সংযোগ ও ১০টি পাখা বিনষ্ট হয়েছিল।