ময়মনসিংহের গফরগাঁও থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া যোগদান করায় বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে থানা ক্যাম্পাসে উপজেলা, পৌর ও পাগলা থানা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
ফুলেল শুভেচ্ছা পেয়ে ওসি মোঃ বাচ্চু মিয়া আনন্দিত হয়ে বলেন, পুলিশ বাহিনী সব সময় দেশের সাধারণ মানুষের হয়ে কাজ করে আসছে। অপরদিকে সাধারণ মানুষের প্রতি পুলিশের ভূমিকা এমনটাই প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল ও সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীম, সেক্রেটারি একলাছুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গফরগাঁও থানা সভাপতি মনিরুজ্জামান ও জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।