জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগার। বৃহস্পতিবার বিকেলে জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজংগল ইউনিয়নের জংগলবাড়ির কামাল উদ্দিন মাস্টারের বাড়িতে অবস্থিত পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী । এ সময় বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের উপদেষ্টা কিশোর কবি মাসুম, সাধারণ সম্পাদক দেওয়ান জামাল দাদ খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন । এর আগে আমার জুলাই শিরোনামে বই পাঠ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।