আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবীতে পিরোজপুরে বিক্ষোভ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০২:২৬ এএম
আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবীতে পিরোজপুরে বিক্ষোভ

চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার এবং হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ শুক্রবার জুমা নামাজ শেষে স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজারো মুসল্লীর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।   মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে পরাজিত শক্তি উগ্র হিন্দু জঙ্গী সংগঠন ইসকনকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করছে। তারা চট্টগ্রামে নিরপরাধ তরুন আইনজীবী আলিফকে জবাই করে হত্যা করেছে। তারা হামলা চালিয়ে  মসজিদ ভাংচুর করেছে। ভারত ও পতিত স্বৈরাচার আওয়ামী মদদপুষ্ট ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবীসহ অবিলম্বে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বিক্ষোভকারীরা। সনাতনীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়বো।  সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিেেদর পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান খান, বাইতুল মুকাররম জামে মসজিদের ইমাম মাও: ছিদ্দিকুল্লাহ, বাইতুস সালাম মসজিদের ইমাম মুফতী আহসানুরøাহ, কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতী জুবায়ের প্রমুখ।  

আপনার জেলার সংবাদ পড়তে