গজারিয়ায় অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ১২:৪৪ পিএম
গজারিয়ায় অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাত (৭ আগষ্ট) সাড়ে নয়টার দিকে স্থানীয়দের সহায়তায় মাথাভাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার আলম আজাদ জানাান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আমজাদের বিরুদ্ধে হত্যা, নারী-শিশু নির্যাতন, অস্ত্র ও মাদক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ মামালাসহ ১৫ টি মামলা রয়েছে। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, তার বিরুদ্দে একাধিক মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আমজাদ মাথাভাঙ্গা গ্রামের মোজাফফর ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রের দাবি,  আমজাদের বিরুদ্দে বিগত সরকারের শাসনামলে রাজনৈতিক নেতাদের আশ্রয়ে থেকে নানা অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করার অভিযোগ রয়েছে।

গত বছর ৫ আগষ্টের রাজনৈতিক পট পরির্তনের পর আমজাদ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। রাতে এলাকায় ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আপনার জেলার সংবাদ পড়তে