প্রকাশ হল লাকসামের সঙ্গীত ‘মায়ার শহর লাকসাম’। গানটির কথা ও সুর করেছেন লেখক সাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ। গানটি ৭ আগস্ট বৃহষ্পতিবার ইউটিউবে রিলিজ করা হয়। এছাড়াও গানটির ভিডিও চিত্র সংগ্রহ ও ভিডিও তৈরি করেছেন লেখক নিজেই।
গানটির ভিডিও চিত্রে লাকসামের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, লেক, নদী, মানুষ, বাজারের দৃশ্য স্থান পেয়েছে। এয়াড়াও ডাকাতিয়া নদী ও ‘কত লাকসাম কত বাতি’ খ্যাত লাকসাম জংশনের ভিডিও চিত্র সংযোজন করা হয়েছে। ভিডিও চিত্রে লাকসামের ঐতিহ্যবাহী নওয়াব বাড়ি, লাকসাম হাইস্কুল, ফয়জুন্নেসা সরকারি কলেজ সহ মসজিদ, মন্দিরের দৃশ্য স্থান পেয়েছে।
গানটির কথা ও সুর লাকসামবাসীর হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন গানের লেখক শিব্বীর আহমেদ। তিনি তাঁর লেখা এই গানটিকে ‘লাকসামের গান’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, গানটিতে লাকসামের ইতিহাস ঐতিহ্য সাবলিল ভাষায় গানে গানে তুলে ধরা হয়েছে। এখানে উল্লেখ্য, শিব্বীর আহমেদ লাকসামেরই সন্তান। এই শহরেই তাঁর জন্ম এবং এই শহরেই তাঁর বেড়ে ওঠা। এই শহরের অলিগলি রাজপথ সবখানেই জড়িয়ে আছে লেখকের স্মৃতি।