লৌহজংয়ে

ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট -২০২৫ এর দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০৫:০০ পিএম
ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট -২০২৫ এর দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সম্পন্ন হয়ে গেলো ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট -২০২৫ এর দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা। গত ৭ আগস্ট লৌহজং উপজেলা প্রশাসন, লৌহজং, মুন্সীগঞ্জ এর উদ্যোগে আয়োজিত ণড়ঁহম গধংঃবৎ ঝঢ়বষষরহম ঈড়হঃবংঃ - ২০২৫ এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

লৌহজং উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থীরা দলীয়ভাবে অংশগ্রহণ করে, যার ফলে প্রতিযোগিতায় ছিলো দলগত সমন্বয়, কৌশল এবং প্রাণবন্ত অংশগ্রহণের এক অনন্য অভিজ্ঞতা।

অংশগ্রহণকারী প্রতিযোগীরা মোট চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করে। অ গ্রুপ: ১ম থেকে ৩য় শ্রেণি, ই গ্রুপ: ৪র্থ থেকে ৫ম শ্রেণি, ঈ গ্রুপ: ৬ষ্ঠ থেকে ৭ম শ্রেণি, উ গ্রুপ: ৮ম থেকে ১০ম শ্রেণি।

এখানে প্রতিটি গ্রুপেই ছিল কঠিন চ্যালেঞ্জ ও বানান নিয়ে দলীয় প্রতিযোগিতা। শিশুরা আত্মবিশ্বাসের সাথে এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে এবং একে অপরের সহযোগিতায় একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল শিক্ষামূলক, প্রতিযোগিতামূলক এবং আনন্দঘন - যা শিশুদের শেখার আগ্রহ, দলগত কাজের অভ্যাস এবং নেতৃত্বদানের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি। 

তিনি লৌহজং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় টিমসহ আয়োজনে যুক্ত থাকা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই প্রতিযোগিতার পরের ধাপ আরো আকর্ষণীয় হবে বলে আশা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে